শেরপুরের দুগ্ধগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা

শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তিলকান্দি গ্রামে গড়ে উঠা দুগ্ধখামারীদের নিয়ে “দুগ্ধগ্রাম: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক এক মতবিনিময় সভা শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ৯ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মেজবাউল আলম ভূঁইয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম খাঁন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজওয়ানুল হক ভূঁইয়া, ৬নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ হায়দার আলী।

আরো পড়ুন