শ দলের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম।
আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন এই দুই টাইগ্রেস।
আমিরাতে পৌঁছে ৬ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। এরপর ২৮ অক্টোবর থেকে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন তারা।
আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) শুরু হবে নারী আইপিএলের তৃতীয় আসর। প্রথম ম্যাচে মাঠে নামবে জাহানারার ভেলোসিটি ও বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাস। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর।
এবারের নারী আইপিএলে প্রথমবারের মতো খেলতে গেলেন সালমা খাতুন। ট্রেইলব্ল্যাজার্সের হয়ে খেলবেন সালমা। আর গত আসরের মতো এবারও ভেলোসিটির জার্সি গায়ে খেলতে নামবেন পেসার জাহানারা আলম।