ইতিমধ্যেই বিশ্বের ৮৫টি দেশে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বিস্তার লাভ করেছে। এবার ডেনমার্কেও তা বাড়ছে উদ্বেগজনক ভাবে।
ইউরোর আয়োজনে বাড়তে পারে করোনা সংক্রমণ, এমনটাই পূর্বাভাস দিয়েছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সেই আশঙ্কাই সত্যি হলো। ম্যাচ দেখতে এসে বহু ড্যানিস সমর্থকদের দেহে মিললো ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট এর উপস্থিতি।
সারা বিশ্বে যখন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ঢেউ চলে, এমন সময়ই রমরমা ভাবে চলছে ইউরো কাপের আয়োজন। হাঙ্গেরির ‘পুসকাস’ এরিনা ছাড়া আর কোনো স্টেডিয়ামে নেই শতভাগ দর্শক প্রবেশের অনুমতি। তবে বেলজিয়াম ও ডেনমার্কের মধ্যকার ম্যাচে আসা দর্শকদের তিনজনের মধ্যে পাওয়া গেছে ডেল্টা ভ্যারিয়েন্ট।