ইতালিয়ান সিরি-আর বিগ ম্যাচে চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ৩-২ এ হারিয়েছে য়্যুভেন্তাস। ২ লাল কার্ড, আত্মঘাতী গোল। ভিএআরে বারে বারে সিদ্ধান্ত বদল। ঘটনাবহুল ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না।
টানা নয় বছর সিরি-আ শিরোপা জেতার পর এবার কাছ থেকে ট্রফিটা কেড়ে নিয়েছে ইন্টার। নয়া চ্যাম্পিয়নরা ফুরফুরে তো য়্যুভদের জন্য সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ম্যাচটা বাচা মরার।
ঘটনাবহুল ম্যাচের শুরুটাও বিতর্কিত। সেটপিসে ধাক্কাধাক্কি। ভিএআর দেখে রেফারির পেনাল্টি। স্পটকিকটা মিস করলেও ঠিকই গোল আদায় করলেন রোনাল্দো।
সফট ঐ পেনাল্টির পর একই রকম ভিএআর দেখে এবার ইন্টারের পক্ষে রেফারির বাশি। লাউতারোর আদায় করা স্পটকিকে লুকাকু স্পটঅন। ম্যাচে সমতা।
এগিয়ে থেকেই অবশ্য বিরতিতে যায় য়্যুভেন্তাস। বক্সের বাইরে থেকে নেয়া কুয়াদ্রাদোর শট দিক বদলে ঠাই নেয় জালে।
সেকেন্ড হাফ। লিডে থাকা য়্যুভেন্তাস চলে যায় ব্যকফুটে। বেনতানকুরের সেকেন্ড ইয়োলোতে তুরিনের ওল্ড লেডিরা তখন দশজনের দল।
নাটকের তখনও ঢের বাকি। ম্যাচের একেবারে শেষদিকে নিজের জালেই বল জড়ান কিয়েলিনি। রেফারি য়্যুভের পক্ষে ফাউলের বাশি বাজালেও ভিএআরে আবার উল্টায় সিদ্ধান্ত। টেকে গোল, স্কোরলাইন ২-২।
চ্যাম্পিয়ন্স লিগ খেলতে জিততেই হবে। দশজনের য়্যুভ সেই চেষ্টা চালালে কুয়াদ্রাদোর পক্ষে বাজে পেনাল্টির বাশি। মাঠে নাই রোনাল্দো, কুয়াদ্রাদোর গোল।
শেষদিকে ব্রজোভিচও ছাড়েন মাঠ। রেড কার্ড, ঔন গোল, পেনাল্টি, ভিআরের ঘটনাবহুল ম্যাচ জিতে চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার দৌড়ে টিকে রইলো য়্যুভেন্তাস।