কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনে হাঁটতে গিয়ে ময়মনিসংহ নগরীতে ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত তরুণীর নাম নওশিন সরকার (২২)।
আজ বুধবার সকালে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নওশিন নগরীর আকুয়া ফুলবাড়িয়া রোড এলাকার আব্দুল মোতালিব সরকারের মেয়ে। তিনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় নওশিন এই এলাকায় হাঁটতে বের হয়। বুধবার সকালে কানে ইয়ারফোন লাগিয়ে প্রাঃতভ্রমণের পর রেলপথ দিয়ে হেঁটে বাসায় ফেরার সময় নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার পুলিশ মাজহারুল হক গণমাধ্যমকে জানান, কানে ইয়ার ফোন লাগানো থাকার কারণে নওশিন ট্রেন আসার শব্দ শুনতে পাইনি বলে ধারণা করা হচ্ছে। কোনও অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।