নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক গ্রুপ কর্মচারী ইউনিয়ন এর সাথে জেলা পরিষদ সদস্য ও কৃষক লীগের সিনিয়র নেতা আব্দুল হাকিম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের নিকট সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মোহাম্মদ আলী। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, আব্দুল হাকিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর রবিউল ইসলাম রবি, মিনিবাস মালিক গ্রুপের সদস্য মো. আলমাস আলী, বাস মালিক গ্রুপ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল হক, যুবলীগ নেতা শাহনেওয়াজ দুলালসহ বাস মালিক গ্রুপের বিভিন্ন রুটের টিকেট কাউন্টার প্রধান।
এ সময় বক্তারা সমিতির বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রধান অতিথির কাছে। প্রধান অতিথি আব্দুল হাকিম সমিতির সমস্যা গুলো সাধ্যমত সমাধান করার আশ্বাস প্রদান করেন এবং সমিতি পাশে থেকে কাজ করে যাবেন বলেও জানান। – কপোত নবী।