শেরপুরের নালিতাবাড়িতে চিকিৎসককে মারধরের মামলায় তিনদিনেও গ্রেপ্তার নেই কেউ।
গেল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক দেলোয়ারের ওপর হামলা চালায় স্বজনরা। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।
আর প্রতিবাদে চার ঘণ্টা কর্মবিরতি ও আসামিদের ধরতে দুই দিনের আল্টিমেটাম দেন চিকিৎসকরা।
পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান চলছে।