জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম আদিবাসী পাড়ায় পূর্ণিমা নামে ৭ বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত পূর্ণিমা ওই গ্রামের শ্রী তালা মূর্মুর মেয়ে।
কালাই থানার ডিউটি অফিসার মোহাইমেনুল জানান, আদিবাসী পাড়ার একটি পুকুরে মাছ মারার উদ্দেশ্যে গ্যাস বড়ি দেওয়া হয়েছিল। আর ওই পুকুর পাড়েই মেয়েটি খেলাধুলা করছিল।
এক সময় সকলের অজান্তেই শিশুটি পুকুরে পড়ে যায় এবং দীর্ঘক্ষণ পরে তার দেহ ভেসে ওঠে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিউটি অফিসার আরও জানান, খবর পেয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ঘটনাস্থলে গেছেন। তিনি ফিরলে বিস্তারিত জানা যাবে।