কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে অন্যের জমি রেজিস্ট্রেশন করার হোতাকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে শহরের এনএস রোডে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তির নাম মহিবুল ইসলাম। তিনি সদর উপজেলার হরিপুর গ্রামের হাজী মোহম্মদ আলীর ছেলে।
কুষ্টিয়া শহরের কালিশংকরপুর মৌজার ১১০ নম্বর এনএস রোডের বাসিন্দা এম এম এ হাকিমের ছেলে এম এম এ ওয়াদুদের পৈতৃক সম্পত্তি তার মা মোকসুদা খাতুন, চার বোন রিজিয়া খাতুন, বাসেরা খাতুন, সেলিমা কবির ও শামীমা খাতুনের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে কুষ্টিয়া শহরের একটি প্রতারক চক্র। তাদের নামে ভুয়া এনআইডি কার্ড তৈরি করে মজমপুর মৌজার ২৫৭৫, ২৫৭৬, ২৫৮০, ২৫৮১ দাগের মধ্যে ০.২২ একর জমি বিক্রয় করে। এ ০.২২ শতক জমি ক্রয় করে মহিবুল ইসলাম। এম এম ওয়াদুদ বাদী হয়ে হয়ে কুষ্টিয়া মডেল থানায় মহিবুল ইসলামসহ ১৭ জনকে আসামি করে একটি মামলা করেন। এর আগে পুলিশ এ মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে।
কুষ্টিয়ার এসপি এসএম তানভীর আরাফাত জানান, জমি জালিয়াতির প্রতারক চক্রের হোতা মহিবুলকে আটক করা হয়েছে। এর আগে পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ প্রতারণার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী ব্যক্তির প্রায় ১০০ কোটি মূল্যের সম্পত্তি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে বিক্রির চেষ্টা করে এ প্রতারক চক্র।