ধর্মঘটের চতুর্থ দিনে প্রত্যাহার করা হলো বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি।
মঙ্গলবার সকালে, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে পরিচালক ও জ্যেষ্ঠ চিকিৎসকরা কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ সম্পাদক এবং প্রতিপক্ষ মেডিসিন ইউনিট-৪-এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খানের মধ্যে আলোচনা হয়। এই আলোচনা ফলপ্রসূ হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারে সিদ্ধান্ত জানান। ঘোষণার পরপরই কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার বিকেল থেকে শুরু হওয়া ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালে সেবা নিতে যাওয়া রোগী ও তাদের স্বজনরা। গত ২১শে অক্টোবর ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখসহ ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগে মামলা করেন হাসপাতালের রেজিস্ট্রার ডা. মাসুদ খান।
মামলা প্রত্যাহার, সুষ্ঠু বিচার, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের জন্য মানহানির বিচার দাবিতে শনিবার বিকেল থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।