ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সদর উপজেলার রুহিয়া থানার বড়দেশ্বরী এলাকায় টাঙ্গন নদীতে খনন করার সময় একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) শেষ বিকেলে ওই মূর্তিটি উদ্ধার করেন খননকাজে নিয়োজিত শ্রমিকরা।
রুহিয়া থনার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওসি জানান, মূর্তিটি পাওয়ার পর শ্রমিকরা শহিদুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে মিলে তা গোপনে বিক্রির চেষ্টা চালায়। খবর পেয়ে রাতে পুলিশ শহিদুল ইসলামসহ স্কেবেটরচালককে খুঁজতে থাকে। তারা রাতে আত্মগোপন করলে রুহিয়া থানার পুলিশ একজন শ্রমিককে আটক করে। পরে অবস্থা বেগতিক দেখে তারা শনিবার দুপুরে মূর্তিটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের কাছে হস্তান্তর করে।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, মূর্তিটির ওজন অনুমানিক ৫ কেজি। মূর্তিটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। এরই মধ্যে প্রশাসনকে পত্র দেওয়া হয়েছে। রবিবার জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে মূর্তিটি।