রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, মাদক বিক্রি নিয়ে প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর স্থানীয় মাদক ব্যবসায়ী রুবেলের বিরুদ্ধে। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।
রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় সিটি করপোরেশনের একটি নির্মাণাধীন মার্কেটের ভবন থেকে সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাব্বির হোসেন নামে এই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, নিহত সাব্বিরসহ কয়েকজন যুবক ওই এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই প্রতিবাদ করে আসছিলেন।
একাধিকবার সাব্বিরকে স্থানীয় মাদক সিন্ডিকেটের হোতা রুবেলের সহযোগীরা হুমকিও দেয়। এরই প্রেক্ষিতে পরিকল্পিতভাবে সাব্বিরকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের।
মাদক ব্যবসায়ী রুবেলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন স্থানীয়রাও।
সব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।
নিহত সাব্বির পেশায় ইলেকট্রেশিয়ান ছিলেন।