ads
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন কার্তিক, কেকেআরের নেতৃত্বে মরগ্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২২ বার পঠিত

নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের পদ ছাড়লেন দিনেশ কার্তিক। তার পরিবর্তে ফ্র্যাঞ্চাইজিটিকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইয়ন মরগ্যান।

শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের কিছুক্ষণ আগে এমন ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

লিগে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে কেকেআর। এর মধ্যে ৪টি ম্যাচে জয়ের বিপরীতে ৩টিতে হেরেছে তারা। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি।

৭ ম্যাচে ব্যাট হাতে মাত্র ১০৮ রান তুলতে সক্ষম হয়েছেন কার্তিক। এর মধ্যে পেয়েছেন কেবল ১টি ফিফটির দেখা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেকেআর জানায়, নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে এবং দলকে আরও বেশি কিছু দিতে দলের নেতৃত্ব মরগ্যানের হাতে তুলে দিতে চান কার্তিক।

কার্তিকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ভেংকি মাইসোর বলেন, আমরা সৌভাগ্যবান ডিকের মতো একজন অধিনায়ক পেয়েছি। সে সবসময়ই দলকে সবার ওপরে ভেবেছে। সে যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য অনেক সাহস দরকার। আমরা তার সিদ্ধান্ত শুনে যদিও অবাক হয়েছি, তবে তার চাওয়াকে আমরা সম্মান করছি।

অন্যদিকে ব্যাট হাতে এবারও বেশ ফর্মে আছেন মরগ্যান। এখন পর্যন্ত ১৭৫ রান সংগ্রহ করেছেন তিনি। গত বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার বিষয়টি বিবেচনায় রেখেই তার কাঁধে নেতৃত্বের গুরুভার তুলে দিয়েছে কেকেআর। তা ছাড়া কোচ ব্রেন্ডন ম্যাককুলামের সঙ্গেও বেশ খাতির আছে এই ইংলিশ অধিনায়কের।

২০১৮ সালে ৭ দশমিক ৪ কোটি ভারতীয় রুপির বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন দিনেশ কার্তিক। তার অধীনে ২০১৮ সালে তৃতীয় এবং ২০১৯ সালে পঞ্চম হয় কেকেআর। অন্যদিকে চলতি বছরে ৫ দশমিক ২৫ কোটি রুপিতে দলটিতে যোগ দিয়েছেন মরগ্যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ১৬:৩০
  • ১৮:২৬
  • ১৯:৪৩
  • ৫:৩৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102