বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় আড়তদারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।
বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কাঁচাবাজারের আড়তে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জরিমানা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে ক্রেতাদের এমন অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেঁয়াজের দাম বেশি নেয়ায় এক জনকে জরিমানা করা হয়।’
ক্রেতারা যেন ন্যায্যমূল্যে পেঁয়াজ ক্রয় করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।