সাধারণ সভার মাধ্যমে ফরিদপুর আবাহনী ক্রীড়া চক্রের নতুন কমিটি গঠন।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে, ফরিদপুর শহরের নিলটুলীস্থ মুজিব সড়কে অবস্থিত আবাহনী ক্রীড়া চক্রের কার্যালয়ে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাবেদ পারভেজ শাহীন। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৪ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও নূরুল ইসলাম নুরু অর্থ সম্পাদক, এম.এম. শাহারিয়ার রুমি প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।
ফরিদপুর আবাহনী ক্রীড়া চক্রের নিজস্ব নিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মাহাবুবুর রহমান খানের প্রতি শোক প্রস্তাব এনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে নব-নির্বাচিত সভাপতি শামীম হক বলেন, ক্রীড়া চর্চার মধ্যে যুব সমাজ যেন দেশ জাতির প্রতি অনন্য অবদান রাখতে পারে সে লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ক্রীড়া সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। ক্রীড়া সংগঠনটি আজও দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখে যাচ্ছে। এই ক্রীড়া সংগঠনের মাধ্যমে জাতীয় পর্যায়ে দেশসেরা খেলোয়াড় তৈরি হয়েছে।’ আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান শামীম হক।