বরিশাল গণনাট্য সংস্থার এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর ফকির বাড়ি রোডের বাংলাদেশ শিক্ষক সমিতি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল গণনাট্য সংস্থার সংগঠক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট লীগ কেন্দ্রিয় কমিটির সদস্য অধ্যাপক আ. ছত্তার এবং বিশেষ অতিথি ছিলেন কমরেড রনজিৎ চট্টপাধ্যায়।
সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, অধ্যাপক এইচ এম মাহাবুব আলম, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপত লুৎফে আলম, বিরেন্দ্র নাথ রায়, মাহাবুব আলম মজুমদার ও উপাধ্যক্ষ হারুন অর রশিদ এবং মিন্টু কুমার কর প্রমুখ আলোচনা সভা শেষে গণনাট্য সংস্থার কর্মীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।