কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারিকবাজার হাউসনগর এলাকায় এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম ও এসআই আসগরের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ২২০বোতল ফেনসিডিলসহ ১জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের একটি অপারেশন দল।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান(২৩) ও নাতোড় এলাকার আয়েশ উদ্দিনের ছেলে নাজমুল হাসান(২৩)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার ২২০ বোতল ফেনসিডিলসহ হাসান ও রহমানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ১৩ অক্টোবর মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।