যারা কোভিড নেগেটিভ সনদ নিয়ে আসবেন না, তাদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্সের বৈঠক শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যারা বিদেশ থেকে দেশে ফিরবেন তাদের প্রত্যেককে যথাযথভাবে স্ক্রিনিং করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবিলায় মাস্ক পরিধান বাধ্যতামূলক এবং মাস্কের দাম নাগালের মধ্যে রাখতে সরকার সচেষ্ট বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।