মুন্সিগঞ্জের সদরে বৃদ্ধা নারীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি কাদির শেখকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রবিবার সকাল আদালতে আনলে বিচারক ইমদাদুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আদালতে পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আইবেদন করা হয়নি।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর প্রতিবেশি কাদির শেখ বৃদ্ধাকে ধর্ষণ করে। পরে বৃদ্ধা নিজে বাদী হয়ে মামলা করেন।