ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসবন্দী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১০ টার দিকে পুলিশ ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকায় একটি কাললভার্টের নিচে ছিল মরদেহটি।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী গৌরীপুর উপজেলা গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। ব্রিফকেস দেখে স্থানীয়দের সন্দেহ হলে খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে ব্রিফকেস উদ্ধার করে দেখতে পায় আনুমানিক ৩৫ বছর বয়সী হাড্ডিসার নারীর মরদেহ।
মহাসড়কের পাশে কালভার্টের নিচে পানির মধ্যে যেনো মরদেহটি ডুবে থাকে সে জন্য ভেতরে ৫ টি ইট ভরে দেয়া হয়েছিল বলে জানায় পুলিশ।
নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডিও কাজ শুরু করেছে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী বলেন, ব্রিফকেসবন্দী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।