জামালপুর সংবাদদাতা; মেলান্দহে মাহিন্দ্রা গাড়ি চাপায় বৃদ্ধ তোফাজ্জল হোসেন (৭৫) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে পূর্ব শ্যামপুর চৌরাস্তা মোড়ে ঘটনাটি ঘটে।
জানা গেছে, একই গ্রামের মাহিন্দ্রা ড্রাইভার আসাদুল্লাহ (৪০) ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ফিরছিল। পথে চৌরাস্তা মোড়ে বাড়ির আঙ্গিনার সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকা তোফাজ্জল হোসেনকে চাপা দিলে ঘটনা স্থলেই মারা যায়। এই ঘটনার পরপরই ড্রাইভার মাহিন্দ্রা গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।