রাজধানীতে দুটি প্রাইভেটকারের রেষারেষিতে প্রাণ গেল এক নারীর। মোহাম্মদপুরে কাদেরিয়া হাউজিং এলাকায় দুপুরে দুই গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান নুরজাহান বেগম। এঘটনার পর একটি গাড়ির চালককে আটক করা হলেও অপর গাড়ির চালক পলাতক রয়েছে।
রাজধানীর মোহাম্মাদপুরে কাদেরিয়া আবাসিক এলাকা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাউজিংয়ের সি-ব্লকের ৩ নম্বর সড়ক পার হচ্ছিলেন নুরজাহান বেগম। এ সময় দুই গাড়ির চাপায় নিহত হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবাসিক এলাকার মধ্যে বেপরোয়াভাবে রেষারেষি করে চালাচ্ছিল দুই প্রাইভেটকার চালক। এই দুই গাড়ির মাঝে পড়েন নুরজাহান বেগম।
আহত নুরজাহানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আবাসিক এলাকায় এমন বেপরোয়া গাড়ি চালকদের বিচার দাবি করেন নুরজাহানের সন্তানরা।
পুলিশ জানায়, এ ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের একটি গাড়ি ও তার চালক সোহরাবকে আটক করেছেন তারা। অপর আরেকটি গাড়ি জব্দ করা গেলেও পলাতক রয়েছে তার চালক।
এঘটনায় মোহাম্মাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে নিহত নুরজাহান বেগমের ছেলে আমির হোসেন।