রাজশাহীর চারঘাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রাওথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, মাহাবুর রহমানের ছেলে মাহিম (৭) ও শফিকুল হকের ছেলে রাহুল (৫)। তারা দুজনেই উপজেলার রাওথা এলাকার বাসিন্দা।
নিহত মাহিমের পরিবার জানায়, নিহত মাহিমের শাপলা তোলার এক ধরনের নেশা ছিলো। প্রতিদিনই বাড়ীর লোকজনের চোখ ফাকি দিয়ে সে বিভিন্ন পুকুরে শাপলা তুলতো। সোমবার দুপুর থেকে মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায় প্রতিবেশী শফিকুলের ছেলে রাহুলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুজির এক পর্যায়ে এলাকার এক ব্যক্তি জানান দুই শিশুকে স্থানীয় নবীর উদ্দিনের পুকুরের দিকে যেতে দেখেছেন তিনি। এলাকাবাসীর সহাতায় শুরু পুকুরের পানিতে তাদেরকে খোঁজাখুজি শুরু হয়।
ওই পুকুর থেকেই শিশু দুটিকে উদ্ধার করে এলাকাবাসী। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষনা করেন।