শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে ঢাকা -৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ভোট ডাকাতি, কারচুপির প্রতিবাদ ও পুন:নির্বাচনের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক শাহীন, আবু শাহীন সানি, হারেজ উদ্দিন, আনোয়ার হোসেন, মোশারফ হাসান, রেজাউল করিম, মোকছেদ আলী, মোজাফফর রহমান, চোপীনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, খরনা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল হাই সিদ্দিকী রনি, আমরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, আশেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী সাকিদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবাহান পুটু, যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক সাজেদুল হক, ছাত্রদল নেতা আব্দুল্লাহ, স্বেচ্ছাসেবকদল নেতা টোটন প্রমুখ ।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বিদ্যুৎ।