ময়মনসিংহের সর্বজন শ্রদ্ধেয় ‘শিক্ষাগুরু’ বীর মুক্তিযোদ্ধা আমীর আহাম্মদ চৌধুরী রতনের জানাযা সম্পন্ন হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মুকুল ফৌজের প্রতিষ্ঠাতা, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের রেক্টর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক, আওয়ামী লীগের উপদেষ্টা, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব আমীর আহাম্মদ চৌধুরী রতন সবাইকে কাঁদিয়ে অন্তিম শয়ানে চির বিদায় নিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ শুক্রবার বাদ জুম্মা নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতী করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
জানাযার আগে মরহমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদ এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মরহুমের পুত্র অরূপ চৌধুরী।
জানাযা শেষে তার মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি ফেনীতে নিয়ে যাওয়া হয়।