শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি; “কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এস্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে সরকারি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে গরীব অসহায় প্রান্তিক কৃষকদের ধান কেটে দেওয়া হয়েছে।
শনিবার সকালে শ্রীবরদী পৌরসভার মথুরাদী মহল্লার প্রান্তিক কৃষক আব্দুল আজিজের ২৫ শতাংশ, শামীম মিয়ার ২৫ শতাংশ, আরিফুল ইসলামের ২৫ শতাংশ ও আলমগীর হোসেনের ৫০ শতাংশ জমির বোরো ধান কেটে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা, পুলিশ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, করোনাভাইরাসের কারণে অনেক প্রান্তিক কৃষক অসহায় হয়ে পড়েছে। আমরা খবর পেয়েছি যে, মথুরাদী মহল্লার এসকল কৃষক টাকার অভাবে তাদের উৎপাদিত ধান কাটতে পারছেন না।
তাই উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে সরকারি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দেওয়া হলো। তাছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলার গরীব অসহায় কৃষকদের ক্ষেতের ধান সরকারি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দেওয়া হয়।