বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মোংলা বন্দরের হারবার বিভাগ জানায়, সোমবার (১৭ আগস্ট) দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেশকিছু জাহাজের পণ্য খালাস-বোঝাই কাজ বন্ধ রাখা হয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে মোংলাসহ সুন্দরবন উপকূলে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
বন্দরের বহির্নোঙ্গর ও হারবাড়িয়া এলাকায় পণ্য বোঝাই সার, ক্রিংকার, মেশিনারিজ ও কয়লাসহ ১৬টি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাসের জন্য অবস্থান করছে। বৃষ্টিতে সারবাহী জাহাজে খালাস কাজ বন্ধ রাখতে হয়েছে।
এছাড়া, মোংলা বন্দরের পশুর ও সুন্দরবনের নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।
সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরতে শুরু করেছে সমুদ্রগামী মাছ ধরার নৌকা। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুষ্পষ্ট আকারে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এজন্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার অভাস দিয়েছে ঢাকার আবহাওয়া অধিদপ্তর।