ads
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

হকি লিগ ফেরাতে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২২ বার পঠিত

প্রায় তিন বছর ধরে ঢাকা প্রিমিয়ার হকি লিগ মাঠে দেখা যায় না। সর্বশেষ ২০১৮ সালে লিগটি অনুষ্ঠিত হলেও শেষ হয়নি। সে বছর ৭ জুন মোহামেডান-মেরিনার্স ম্যাচে গোলমালের কারণে লিগ থেমে যায় মাঝপথে। ৫ মাস পর ২০১৮ সালের ৩০ অক্টোবর মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করে হকি ফেডারেশন। এরপর থেকে করোনায় লিগ বন্ধ আছে। করোনাকাল শেষে প্রায় সব খেলা মাঠে ফিরলেও হকি ফেরেনি। এবার মাঠে হকি ফেরাতে উদ্যোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাঠে হকি ফেরাতে ফেডারেশন বারবার চেষ্টা করলে ক্লাবগুলো দাবি করে, লিগে খেলার জন্য কিছু আর্থিক অনুদান দিতে হবে। এরপর ক্লাবগুলোকে আর্থিক অনুদান দিতে প্রধানমন্ত্রীর সহায়তা চান ফেডারেশন সভাপতি বিমানবাহিনী প্রধান চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। সেসময় লিগ আয়োজনে ফেডারেশনকে এক কোটি টাকা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এবার ঈদুল ফিতরের আগেই সেই টাকা হকি ফেডারেশনের হাতে এসে পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে হকি ফেডারেশন খুবই আনন্দিত। এখন তারা মাঠে হকি ফেরানোর চেষ্টা করবেন। ফেডারেশন সভাপতি বর্তমানে ওয়াশিংটনে আছেন। ২৯ মে তার ঢাকায় ফেরার কথা। তিনি ফিরলে ১২টি প্রিমিয়ার লিগের ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে পুরো এক কোটি টাকাই ক্লাবগুলোকে দেওয়া হবে নাকি একটা বড় অংশ দেওয়া হবে, তা ঠিক হয়নি। এখন দ্রুত লিগ শুরু করাই ফেডারেশনের লক্ষ্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102