আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস মানেই যেন অপরাজেয় একটি দল। কিন্তু এই চিত্র পাল্টে গেছে এবারের আসরে। তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই ঘুরপাক খাচ্ছে হারের বৃত্তে। আইপিএলের শুরু থেকে এখন পর্যন্ত অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। এবারের শুরুটাও দুর্দান্ত ছিলো তাদের। উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শুভ সূচনা করলেও, টানা তিন ম্যাচ হেরে যায় তারা।
আগের দুই ম্যাচ হেরে লিগ টেবিলে একেবারে তলানিতে থেকেই শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামে মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু এই ম্যাচেও ব্যর্থ। ৭ রানে হেরে টুর্নামেন্টে হারের হ্যাট্রিক করলো তিনবারের চ্যাম্পিয়নরা।
নিজেদের চতুর্থ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। চেন্নাইয়ের রানের গতি আটকে দেন লেগ স্পিনার রশিদ খান এবং পেসার ভুবনেশ্বর কুমার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন গার্গ। অভিষেক শর্মা করেন ২৪ বলে ৩১ রান। এছাড়া মনিষ পান্ডের ব্যাট থেকে আসে ২১ বলে ২৯ রান।
জবাবে, শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। দলীয় ৪ রানেই বিদায় নেন ওয়াটসন। উইকেটে থিতু হতে পারেননি আম্বাতি রাইডুও। ব্যর্থ হয় মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও। তবে সামাল দেন অধিনায়ক ধোনি এবং রবীন্দ্র জাদেজা। আউট হবার আগে ৩৫ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন রাইডু। তবে ইনিংসের শেষ পর্যন্ত ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ধোনি। তবুও চেন্নাইয়ের হার ঠেকাতে পারেননি তিনি।