অনুশীলন বন্ধ হয়ে যাচ্ছে মুমিনুল-মুশফিকদের। আগামীকাল থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন অনুশীলন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিসিবি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানায়, আগামীকাল ১৭ সেপ্টেম্বর বিশ্রামে থাকবেন সকল ক্রিকেটার এবং স্টাফরা। পরে ১৭ তারিখ ঢাকায় অবস্থানরত ক্রিকেটার এবং স্টাফদের দ্বিতীয় দফায় করোনা টেস্ট করা হবে। আর ঢাকার বাইরে থেকে যারা আসবেন, তাদের টেস্ট হবে ১৮ সেপ্টেম্বর।
স্যাম্পল দেয়ার ২৪ ঘন্টার মধ্যে ক্রিকেট বোর্ডের কাছে টেস্টের ফলাফল চলে আসবে। পরে টেস্টে নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে লঙ্কা সফর উপলক্ষে আবাসিক ক্যাম্প শুরু করবে ক্রিকেট বোর্ড। এরপর ২০ তারিখ থেকে আবারো শুরু হবে অনুশীলন।
নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনের কথা ছিলো। কিন্তু ঐচ্ছিক অনুশীলনের তিনদিনের বিরতি দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের বৃহস্পতিবার ও শনিবার করা হবে করোনা টেস্ট।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও, লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে কিছুটা আভাস মিলেছে, সিরিজ আয়োজনের ব্যাপারে তারা ইতিবাচক। তাই ক্রিকেটারদের করোনা টেস্টের উদ্যোগ নিয়েছে ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার ও শনিবার জাতীয় দলের ক্রিকেটারদের করা হবে ২য় দফা করোনা টেস্ট। যদিও পূর্বে ঘোষণা ছিলো ১৮ সেপ্টেম্বর করোনা টেস্ট করাবে বোর্ড। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এগিয়ে করা হচ্ছে কোভিড টেস্ট। যে কারণে আগামী তিন দিন অনুশীলন করবেন না তামিম, মুশফিক রিয়াদরা।