ads
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ওএসডি ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা : জনপ্রশাসন সচিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩ বার পঠিত

জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ওএসডি হওয়া বা বাধ্যতামূলক অবসরে যাওয়া ডিসিদের মধ্যে শুধু যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা করা হবে। বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, সরকার কোনো অবিচার বা পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ডিসিদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে উপদেষ্টা পরিষদের কমিটির সুপারিশের ভিত্তিতে। অপরাধের মাত্রা অনুযায়ী ওএসডি বা বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে থাকা আরও নয়জন কর্মকর্তাকে শিগগিরই সচিব পদে পদোন্নতি দেওয়া হবে। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং কোনো ধরনের পক্ষপাত করা হয়নি বলে জানান জনপ্রশাসন সচিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102