ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:২০ অপরাহ্ন

এফএ কাপের ফাইনালে মুখোমুখি চেলসি-লেস্টার সিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ২১ বার পঠিত

ইংলিশ এফএ কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চেলসি-লেস্টার সিটি। ওয়েম্বলিতে ম্যাচ শুরু হবে রাত সোয়া ১০টায়। এফএ কাপের ৯ নম্বর শিরোপা ঘরে তোলার জন্য প্রস্তুত টমাস টুখেলের দ্যা ব্লুজ, অন্যদিকে এফএকাপ হিস্ট্রিতে চারবার শিরোপা লড়াইয়ে এসেও ট্রফি ঘরে না তুলতে পারার আক্ষেপ ঘোচানোর মিশন ব্রেন্ড রজার্সের ছেলেদের।

এফএ কাপ ফ্যাক্ট, চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল ফাইটের আগে চেলসির ড্রেস রিহার্সেল। ফর্মের তুঙ্গে থাকা ব্লুদের সামনে আরো একটা ট্রফির হাতছানি, ওয়েম্বলিতে উইনিং ব্লাস্ট দেখার অপেক্ষায় চেলসি সমর্থকরা।

এফএ কাপের শিরোপা লড়াইয়ে চেলসির প্রতিপক্ষ লেস্টার সিটি। ম্যাজিকাল টাচে চেলসিকে বদলে দেয়া বস টমাস টুখেল ডাগ আউটের হটসিট থেকে ম্যাচের তাপমাত্রায় যোগ করবেন নতুন মাত্রা। আর কাপ জয়ের ক্ষুধায় লেস্টার ফাইটারদের ড্রাইভ করবেন ব্রেন্ডান রজার্স।

এফএক কাপ হিস্ট্রিতে আটবারের টাইটলে হোল্ডার চেলসি। বিপরীতে লেস্টারের নামের পাশে ৪ বারের আক্ষেপ। ফাইনালে গিয়ে ছোঁয়া হয়ে ওঠেনি রুপালি ট্রফি।

৫৬ বছর আগে এই এফএ কাপ ফাইনালে প্রথম দেখা হয় চেলিস-লেস্টারের। নিজেদের ক্লাব হিস্ট্রিতে দ্বিতীয় বার বাগে পাওয়া ব্লুদের একহাত নেয়ার সুযোগ লেস্টারের। লেস্টারের জয়ের ইতিাহাসও আছে লেস্টারের ১৯৮৩-৮৪ মৌসুমে। ব্লুদের হারিয়ে লিগ কাপের শিরোপা জিতেছিলো দ্যা ফক্সেস।

গেলো পাঁচ এফএকাপ ফাইনালের চারটিতেই শিরোপা লড়াইয়ে আসে চেলসি। এর মধ্যে ২০১৮ মৌসুমে ম্যানইউকে হারালেও ২০১৭ ও ২০২০ মৌসুমে আর্সেনালের কাছে শিরোপা হারায় দ্যা ব্লুজ। আলাদা আট ম্যানেজারের হাত ধরে এফএকাপের আট শিরোপা পেয়েছে চেলসি। নয় নম্বর নামটা কি তাহলে টমাস টুখেল হতে যাচ্ছে?

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102