সন্তান আর বলিউড দুই হাতে সামলানোর ব্যাপারে সুনাম আছে কারিনা কাপুর খানের। প্রথম সন্তান তৈমুর যখন গর্ভে, তখন ল্যাকমে ফ্যাশন উইকে হেঁটেছিলেন। কেঁদেছিলেন সেদিন। কান্নার কারণ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘প্রথমবার আমার সন্তান আমার সঙ্গে শো করল।’
তৈমুর জন্ম হওয়ার কয়েক মাসের ভেতরেই ওজন ঝরিয়ে আবার ছুটেছেন শুটিংয়ে। দ্বিতীয় সন্তানের বেলায়ও থেমে নেই কাজ। লাল সিং চাড্ডা সিনেমার শুটিং করলেন দ্বিতীয় সন্তানকে গর্ভে নিয়ে। এখানেই শেষ নয়—নিয়মিত চালিয়ে গেছেন ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ টক শো। অনুষ্ঠানের সঞ্চালক তিনি। ঘটা করে ফটোসেশনেও অংশ নিয়েছেন।