১০০ বলের টুর্নামেন্ট ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) শিরোপা জিতেছে ময়মনসিংহ রাইডার্স। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের ব্যাটিং নৈপূন্যে ফাইনালে ময়মনসিংহ থান্ডার্সকে ৮ উইকেটে হারিয়েছে রাইডার্স।
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ থান্ডার্সের দেওয়া ১১৭ টার্গেটে দুই উইকেট হারিয়েই পৌঁছে যায় রাইডার্স। ২২ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন রাইডার্সের সাব্বির রহমান। ময়মনসিংহ রাইডার্সের অধিনায়ক উত্তম করেছেন ৩৪ বলে ৩৫ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ১১৬ রান সংগ্রহ করে ময়মনসিংহ থান্ডার্স। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ফরহাদ রেজা। ১৩ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া অর্ক করেন ১৪ বলে ২২ রান।
ময়মনসিংহ রাইডার্সের রনি ৯ রানে ৩টি উইকেট লাভ করেন। এছাড়া ৩৭ রানে ৩টি উইকেট পান স্বাধীন। টুর্নামেন্ট সেরা হয়েছেন শুভাগত হোম।