শ্রীলঙ্কায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলদের মত বিদেশি ক্রিকেটারা খেলছেন এই লিগে। তবে এলপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় কোনো বিদেশি ক্রিকেটার নেই।
এলপিএলের প্রথম আসরে সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৬০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫,০৪৬,১৭৭ টাকা। সর্বোচ্চ এই পারিশ্রমিক পাচ্ছেন মোট চারজন। তারা হলেন: থিসারা পেরেরা, দাসুন শানাকা, কুশল পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
দ্বিতীয় ধাপের ৫০ হাজার মার্কিন ডলার পাচ্ছেন ৭ জন ক্রিকেটার। এই তালিকার ছয়জন ক্রিকেটারই বিদেশি। বাংলাদেশি মুদ্রায় ৪,২০৫,১৪৮ টাকা পারিশ্রমিক পাচ্ছেন শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, ডেল স্টেইন, ইরফান পাঠান, লেন্ডল সিমন্স। এই তালিকায় আরও ছিল মোহাম্মদ হাফিজ কিন্তু তিনি পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরের জন্য এলপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। একমাত্র দেশি ক্রিকেটার হিসাবে ৫০ হাজার মার্কিন ডলার পাচ্ছেন বানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা।
৪০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক পাচ্ছেন আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের পারিশ্রমিক ২৫ হাজার মার্কিন যা বাংলাদেশি টাকায় ২১ লাখের সামান্য কিছু বেশি। ২৫ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক আরও পাচ্ছেন পাকিস্তানের উসমান শিনওয়ারি, ইংল্যান্ডের সামিত প্যাটেল, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। এছাড়া শ্রীলঙ্কার দীনেশ চান্দিমালও পাচ্ছেনও ২৫ হাজার মার্কিন ডলার।
জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর, আয়ারল্যান্ডের পল স্টার্লিং, আফগানিস্তানের নাভিন উল হক, রহমতউল্লাহ গুরবাজ ও কায়েস আহমেদ, দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট পাচ্ছেন ১৫ হাজার মার্কিন ডলার।