তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ এসি মিলানে থেকে যাচ্ছেন আরো এক মৌসুম। একসময় ইউরোপিয়ান ফুটবলে আলো ছড়ানো ক্লাবটাকে একটা মেজর ট্রফি জেতানো আর চ্যাম্পিয়ন্স লিগে ফেরানোর টার্গে ইব্রার।
ইতালির গণমাধ্যমগুলো বলছে, চুক্তি স্বাক্ষর হয়ে গেছে সোমবার। ইব্রাহিমোভিচ গত জানুয়ারিতে এসি মিলানে যোগ দেন ছয় মাসের চুক্তিতে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে অপরাজিত থেকেছে ক্লাবটা।
সিরি আ শেষ করেছে টেবিলে ছয়ে থেকে। তাই জায়গা কোরে নিয়েছে ইউরোপা লিগের বাছাই পর্বে। ৩৮ বছর বয়সী ইব্রার দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ার।
আয়াক্স আমাস্টারডাম থেকে শুরু করে ইউভেন্তাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাটেড হয়ে ২০১৮ সালে যোগ দেন লস অ্যানজেলস গ্যালাক্সিতে।
তার বর্তমান ক্লাব এসি মিলান ২০১১ সালের পর জেতেনি কোনো মেজর ট্রফি। শেষ চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল ২০১৩-১৪ মৌসুমে।
২০১১ সালে সর্বশেষ ১৮তম সিরি-এ শিরোপা জয়ে ইব্রাহিমোভিচই এসি মিলানকে সহযোগিতা করেছিলেন। মিলানের হয়ে ইব্রা তিনটি লিগ শিরোপা জয় করেছেন। জুভেন্টাসের হয়ে জিতেছেন দুটি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সিরি-এ লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে।