সুপার কাপের ফাইনাল দিয়ে ইউরোপের ফুটবল অঙ্গনে ফিরছে দর্শক। যদিও স্টেডিয়ামে হাজারো দর্শক প্রবেশের সিদ্ধান্ত অনেক বেশি ঝুঁকির হবে হাঙ্গেরির জন্য। এমনটাই মনে করেন দেশটির মেডিকেল চেম্বারের পরামর্শক আন্দ্রাস সিসলেক। সেই সাথে করোনার কঠিন সময়ে বিষয়টি উয়েফা ও সরকার বিবেচনায় আনবে। প্রত্যাশা হাঙ্গেরিয়ানদের।
চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ এই দুই আসরের শিরোপা জয়ীকে নিয়ে প্রতিবছর আয়োজন করা হয় উয়েফা সুপার কাপ। প্যারিস সেইন্ট জার্মেইকে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে ট্রফি জিতে নেয় বায়ার্ন মিউনিখ। আর ইউরোপা লিগে ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা ঘরে তুলে নেয় স্প্যানিশ সেভিয়া।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে উয়েফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও সেভিয়া। আর সুপার কাপের ফাইনাল দিয়ে ইউরোপের ফুটবল অঙ্গনে ফিরছে হাজারো দর্শক। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় এবার ২০ হাজার দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে আয়োজক কমিটি উয়েফা।
যদিও হাঙ্গেরিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। ইউরোপের দেশটিতে প্রতিদিন কোভিড নাইন্টিনে আক্রান্ত হচ্ছে ছয়শোর’ও বেশি মানুষ। তাই এই মহূর্তে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দিলে হাঙ্গেরিতে করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটবে। সুপার কাপে স্টেডিয়ামে দর্শক প্রবেশের সিদ্ধান্ত অনেক বেশি ঝুঁকির হবে দেশটির জন্য। এমনটাই মনে করেন হাঙ্গেরির মেডিকেল চেম্বারের পরামর্শক আন্দ্রাস সিসলেক।
হাঙ্গেরি মেডিকেল চেম্বারের পরামর্শক আন্দ্রাস সিসলেক বলেন, ‘করোনার কঠিন সময়ে সুপার কাপে স্টেডিয়ামে ২০ হাজার দর্শক অনুমতি দেয়াটা ঠিক হয়নি। হাঙ্গেরির জন্য বিষয়টি বড় ধরনের ঝুঁকির। দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজন, এর চেয়ে খারাপ সময় আর হতে পারে না। কারণ স্টেডিয়ামে দর্শক আলাদা করা সম্ভব নয়। গণপরিবহন, স্টেডিয়ামের প্রবেশপথ,আসন সব জায়গায় সংক্রমণ হওয়ার আশাঙ্কা থাকছে।’
এদিকে, যতই দিন যাচ্ছে করোনার সংক্রমণ যেনো বেড়েই চলেছে। হাঙ্গেরি সরকারও কোভিড নাইন্টিনকে বেশ গুরুত্ব দিয়েছে। যদিও সুপার কাপে দর্শক প্রবেশের বিষয়টি নিয়ে শঙ্কিত হাঙ্গেরিয়ানরা। দেশটিতে প্রতিদিনই সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।
বিরোধীদলীয় এমপি ব্রবলি বলেন, ‘করোনা মহামারিতে উয়েফার এমন পরিক্ষা হতাশার। নাগরিকরা করোনা নিয়ে প্রতিনিয়ত শঙ্কিত। স্টেডিয়ামে হাজারো দর্শক প্রবেশের অনুমতির বিরোধিতা করছি। আশা করছি উয়েফা বিষয়টি গুরুত্ব দেবে।’
দেশটির একজন বলছেন, ‘হাঙ্গেরির সরকার করোনাকে গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। এর মাঝে পুসকাস অ্যারেনায় ২০ হাজার দর্শক প্রবেশ। বিষয়টি খুবই চিন্তার। আশা করছি সরকার ও উয়েফা ভেবে দেখবে।’
যদিও এমন অবস্থায় নিজেদের সিদ্ধান্ত থেকে উয়েফা সরে আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়।