ads
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

ছাতকে পাহাড়ি ঢলে বোরো জমি নিমজ্জিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৯০ বার পঠিত

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বারী বৃষ্টিপাতের কারনে সুনামগঞ্জের ছাতকে বোরো জমি নিমজ্জিত। ওই কারনে বোরো ফসল নিয়ে হাওর পাড়ের কৃষকের মধ্যে এক অজানা আতংক বিরাজ করছে।

ইতিমধ্যে বেশ কয়েকটি হাওরে ঢলের পানি প্রবেশ করে বোরো জমি তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরো বেশ কয়েকটি হাওর। তবে সোমবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় এখানের কৃষকের মনে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে।

উপজেলার ১৩টি ইউনিয়নে ছোট বড় মিলিয়ে ৬৮টি হাওর রয়েছে। এরই মধ্যে অন্তত ১৫টি হাওরের শতাধিক হেক্টর বোরো জমির ফসল তলিয়ে গেছে বলে জানা গেছে। প্রায় ২৫টি হাওরের বোরো ফসল রয়েছে হুমকির মুখে। গত কয়েক দিনের পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারনে সুরমা, চেলা ও পিয়ানই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার দুপুরে এখানের হাওর বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম। উপজেলা কৃষি অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ইসলামপুর ইউনিয়নের গোয়া-পাগুয়া হাওরের ২০ হেক্টর, চরমহল্লা ইউনিয়নের নাগা উন্দা হাওরের ১৬ হেক্টর, বিংগা হাওরের ৫ হেক্টর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পুটিয়া হাওরের ১০ হেক্টর ও দক্ষিন খুরমা ইউনিয়নের জল্লার হাওরের ১০ হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা জানান, এ ছাড়াও দক্ষিন খুরমা ইউনিয়নের যমুনা খাই হাওর, পাতলা চুরা হাওর, দলা হাওর, নোয়ারাই ইউনিয়নের চাউলীর হাওর, ইসলামপুর ইউনিয়নের নলখাই হাওর, মুতিয়ার হাওর ও ছৈদাবাদ গ্রামের পুবের হাওর, পানি প্রবেশ করেছে। হুমকির মুখে রয়েছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মুর্তার হাওর, নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওর, কুইয়াদল হাওর, চাতল হাওর, চন্দাই হাওর, গোয়ালকই হাওর, ছাতক সদর ইউনিয়নের বড়বাড়ি হাওর, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের জুলিয়া হাওর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তালের হাওর, উত্তর খুরমার ডেকার হাওর, দক্ষিন খুরমা ইউনিয়নের জুলিয়ার হাওর, রাখা হাওর, চরমহল্লা ইউনিয়নের চৌলার হাওর, ডাবনিকান্দির হাওর, বুরাইগিরী হাওর, মৌয়ালু হাওর, ঝালিয়ার হাওর, জাউয়া ইউনিয়নের কুঁড়িবিল ও সুড়িগাঁও হাওর, সিংচাপইড় ইউনিয়নের ইন্দুয়ার হাওর, পাটরি হাওর, কুমারকান্দ হাওর, দোলারবাজার ইউনিয়নের চাতলবিল হাওর, পাঁচবিল হাওর, দশমিশা হাওর, ভাতগাঁও ইউনিয়নের খঞ্জনপুর হাওর, হিলিকুঁড়ি হাওর ও কাচি হাওর।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান ধান কাটার পরামর্শ দিয়ে জানান, চলতি বোরো মৌসুমে এখানে ১৪ হাজার ৮৪০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এখন পর্যন্ত কর্তন করা হয়েছে প্রায় ৫ হেক্টর জমির ফসল। আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ৫০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

এদিকে মঙ্গলবার (৫ এপ্রিল) ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান হাওরের বাঁধ পরিদর্শন করেন। এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হকসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102