ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ “ডাবল মিলিয়ন অফার” উপলক্ষে ওয়ালটন প্লাজা জামালপুর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন জামালপুর সদরের ট্রাফিক ইন্সপেক্টর জনাব মোঃ জাহাঙ্গীর কবির।
ওয়ালটন প্লাজার পক্ষে উপস্থিত ছিলেন জামালপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার জনাব মোঃ ফারুক আহমেদ, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো: রাশেদুজ্জামান রাসেল, ওয়ালটন প্লাজা জামালপুর এর ম্যানেজার মোহাম্মদ রকিবুল হুদা সহ এরিয়ার সকল ম্যানেজারগণ ও প্লাজা কর্মীবৃন্দ। বর্ণাঢ্য র্যালিটি পিটিআই গেট হতে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহরের বকুল তলায় গিয়ে শেষ হয়।
কর্তৃপক্ষ জানান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ এর আওতায় সম্মানিত গ্রাহকগণ ওয়ালটন রেফ্রিজারেটর / ফ্রিজার, এলইডি টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান ক্রয় করে পেতে পারেন ২০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার। অফারটি নগদ ও কিস্তি উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।