নরওয়ের দক্ষিণাঞ্চলীয় ভিকেন নামক একটি আবাসিক এলাকায় ভূমিধসের ঘটনায় অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০ জন।
বুধবার সকালে দেশটির জেরড্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিধসে এক ডজনেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যেই ওই এলাকার ৯০০ শতাধিক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
উদ্ধারকারীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে ধ্বংসস্তূপের মধ্যে শিশুসহ বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের মুখপাত্র রজার পিটারসেন বলেন, আমরা নিশ্চিত যে, ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ রয়েছেন। তবে সেখানে ১১ জনই রয়েছেন নাকি আরো কম, তা জানি না। আমরা বেঁচে যাওয়া মানুষদের সন্ধান করছি।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ভূমিধসের ফলে আবাসিক এলাকার মাঝে বিশাল গর্ত তৈরি হয়েছে। এর একেবারে কোণায় আরও কয়েকটি বাড়ি এবং গর্তের মধ্যে বেশ কিছু বাড়িঘরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।
সকালে ভূমিধসের পর বুধবার বিকেলের দিকে আরও দু’টি বাড়ি ধসে পড়ে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেছেন, সেখানে মানুষ আটকা থাকতে পারে… কিন্তু আমরা নিশ্চিত নই। কারণ নববর্ষের ছুটি থাকায় মানুষ অন্য জায়গায় থাকতে পারে।