চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের হতাশা থেকেই ফ্রান্সে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পিএসজি সমর্থকরা। এ সময়ে বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন তারা।
নিজেদের ক্লাব পিএসজি ইতিহাসে প্রথমবারের মতো ইউসিএলের ফাইনালে ওঠে। তাই-তো ক্লাবটির সমর্থকদের প্রত্যাশা ছিলো শিরোপা জিতেই ঘরে ফিরবেন তারা। তবে বায়ার্নের সঙ্গে ১-০ গোলের হারের পর হতাশা জেঁকে ধরে প্যারিসিয়ান সমর্থকদের।
এ সময় তারা ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়। পরে দুপক্ষ জড়িয়ে পড়ে সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়।
এর আগে ফাইনালকে সামনে রেখে পুরো প্যারিস শহরে মোতায়েন করা হয় ৩ হাজারের বেশি দাঙ্গা পুলিশ।