ads
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

ফেনীতে দুজনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩ বার পঠিত

ফেনীতে এক গৃহবধূসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজন প্রবাসীর স্ত্রী ও অপরজন ভাসমান যুবক বলে জানিয়েছেন পুলিশ।

তাদের মরদেহ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।
জানাগেছে, ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের পূর্ব উকিল পাড়াস্থ মোতালেব ম্যানশন থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তার নাম শাহনাজ বেগম টুম্পা, বয়স ১৯ বছর। সে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের নতুনবাজার এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী আবদুল্লাহ আল ফাহিমের স্ত্রী।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস ছাত্তার জানান, মধ্যরাতে ওই গৃহবধূর স্বামীর মাধ্যমে পাশের ফ্লাটের ভাড়াটিয়া তার মৃত্যুর বিষয়টি জানতে পারে। খবর পেয়ে ভোরে ফেনী থানা পুলিশের একটি দল ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, ১৮ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় ফেনী রেল স্টেশন এলাকা থেকে এক ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার নাম মুহাম্মদ ডালিম(৩৫)। সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মুুহাম্মদ তোতাম্বর শেখ’র ছেলে।

গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি), ফেনীর ইনচার্জ হারুনুর রশিদ রুমেল জানান, এক প্রত্যক্ষদর্শীর দেয়া তথ্যের ভিত্তিতে ডালিমের মরদেহ উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন স্টেশন এলাকায় ভাসমান ছিল।

ফেনী থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা বলেন, গৃহবধূসহ দুজনের মরদেহ ফেনী সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর কারন জানা যাবে। দুজনের মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ আসেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102