ফেনীর সোনাগাজী উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিলকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাগাজী উপজেলার ৫ নম্বর চর দরবেশপুর ইউনিয়নস্থ দক্ষিণ চর সাহাভিকারী এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর স্কাইপে মিটিংয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করাসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাদের সঙ্গে নীলনকশা চক্রান্ত বাস্তবায়ন করার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য উপস্থাপন করেন।
এ ঘটনায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের নবী আলমের ছেলে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিলকে আটক করে। আটককৃত ছাত্রলীগ নেতা আব্দুল জলিলকে সোনাগাজী মডেল থানা পুলিশ হেফাজতে নিয়ে স্কাইপে মিটিংয়ে সম্পর্কিত তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হয়। রোববার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হবে।