ads
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে দেখলেন বসে আছে নিজের স্ত্রীই

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

একাধিক প্রেমের সম্পর্ক ছিল স্বামীর। তা নিয়ে সংসারে চলছিল অশান্তি। তাকে সায়েস্তা করতে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে তার সঙ্গেই প্রেম শুরু করেন। একপর্যায়ে দেখা করার প্রস্তাব দেন স্বামী। আর সেখানে ঘটে বিপত্তি। গিয়ে দেখেন বসে আছে নিজের স্ত্রী।

এমনটাই ঘটেছে ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

জানা গেছে, ওই স্বামীর নাম বিক্রম মণ্ডল (৪০)। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের ডোমকলের মোমিনপুরে। তিনি মাছের ব্যাবসায়ী। একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ তার বিরুদ্ধে। তা নিয়ে সংসারে অশান্তিও হয়। এরপর স্বামীকে শায়েস্তা করতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বিক্রমের স্ত্রী। স্বামীর অ্যাকাউন্টে পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট। সেটা গ্রহণ করতেই ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু। এক পর্যায়ে স্বামীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন বধূ। এরপর দেখা করার প্রস্তাব দেন বিক্রম। তবে তিনি ভাবতেও পারেননি তাঁর সঙ্গে কী ঘটতে চলেছে।

এক সময়ে না দেখা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে বিয়ের জন্য ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গায়ে এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তাঁর স্ত্রী।

এ সময় স্বামী প্রশ্ন করেন, তুমি এখানে? স্ত্রীর উত্তর, আমাকে ডেকে এনে আবার অন্য মহিলার আশা! দাঁড়াও মজা দেখাচ্ছি’ বলেই ধরে ফেলেন স্বামীকে। এদিকে আগে থেকে পরিকল্পনার কথা ভাইদের জানিয়েছিলেন স্ত্রী। ফলে তাদের হাতে বেধড়ক মারধরের শিকার হন স্বামী। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102