মনোনয়নপত্র বিতরণের প্রথম দুই দিনে মনে হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন শেষ পর্যন্ত ম্যাড়ম্যাড়েই হচ্ছে। হয়তো কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলকে বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হবে না। কিন্তু সোমবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে পাল্টে গেছে দৃশ্যপট।
শেষ দিনে প্রথম চমকটি দেন সাবেক ফুটবলার ও কোচ সফিকুল ইসলাম মানিক সভাপতি পদে মনোনয়নপত্র তুলে। এর পর একই পদে মনোনয়নপত্র উত্তোলন করেন বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায়।
গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি হয়েছিলেন আবদুস সালাম মুর্শেদী। একদিন আগেও প্রায় নিশ্চিত ছিল এই পদে অন্য কোনো প্রার্থী থাকছেন না। কিন্তু দুপুরে নিজের ভাইকে দিয়ে সিনিয়র সহসভাপতি পদের মনোয়নপত্র তুলে নিয়ে নির্বাচনের মাঠ আরো গরম করে দেন বর্তমান কমিটির সদস্য শেখ মোহাম্মদ আসলাম।
সহসভাপতির চারটি পদের বিপরীতে প্রার্থী বেশি থাকবে সেটা প্রথম দুই দিনেই বোঝা গিয়েছিল মহিউদ্দিন মহি, তাবিথ আউয়াল ও শেখ মুহম্মদ মারুফ হাসান মনোয়নপত্র উত্তোলন করলে। শেষ দিনে এই পদে মনোনয়নপত্র তুলেছেন আরও ৫ জন।
এর মধ্যে কাজী মো. সালাউদ্দিনের প্যানেলের কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক ছাড়াও কিনেছেন এসএম আবদুল্লাহ আল ফুয়াদ। চারটি সহসভাপতি পদের বিপরীতে ৮ জন কিনেছেন মনোনয়নপত্র।
১৫টি সদস্য পদে লড়তে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৩৬ জন। এর মধ্যে বর্তমান নির্বাহী কমিটির ১৪ জনই আছেন। গত ৪ বছর ২১ সদস্যের যে কমিটি ফুটবল ফেডারেশনে ছিলেন, তাদের মধ্যে ২০ জনই মনোনয়নপত্র কিনেছেন। মোট ২১ পদের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৪৯ জন। প্রত্যাহারের পরই নিশ্চিত হওয়া যাবে ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা থাকছেন।
যারা যে পদে মনোনয়নপত্র উত্তোলন করলেন:
সভাপতি : কাজী মো. সালাউদ্দিন, বাদল রায় ও সফিকুল ইসলাম মানিক।
সিনিয়র সহ-সভাপতি : আবদুস সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম।
সহ-সভাপতি : কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক, তাবিথ আউয়াল, মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ।
সদস্য : হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ, নুরুল ইসলাম নুরু, আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, হাজী মো. রফিক, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সৈয়দ মোস্তাক আলী মুকুল, আমের খান, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, হাজী মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, জাকির হোসেন বাবুল, মো. রায়হান কবীর, সাইফুর রহমান মনি ও শাকিল মাহমুদ চৌধুরী।