বড় জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করল ব্রাজিল।
লাতিন আমেরিকা অঞ্চলের কোয়ালিফিকেশন রাউন্ডে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে ভেনেজুয়েলা।
বলিভিয়ার বিপক্ষে একাধিপত্ত দেখিয়েছে ব্রাজিল। ১৬ মিনিটে খোলে গোলের খাতা। হেডে প্রতিপক্ষের জাল কাপান পিএসজি ডিফেন্ডার মার্কুইনহোস। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো। ৩০ ও ৪৯ মিনিটে লিভারপুল স্ট্রাইকার উল্লাসের উপলক্ষ্য এনে দিয়েছেন দলকে। চতুর্থ গোলটা হয়েছে আত্মঘাতি। নিজেদের জালেই বল বল ঢুকিয়ে দিয়েছেন বলিভিয়ার কারাসকো।
ম্যাচের শেষ গোলটি করেছেন বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপে কুতিনিও। নেইমার জুনিয়র গোল না পেলেও করেছেন একটা অ্যাসিস্ট। পুরো ম্যাচে মোট ৭০ শতাংশ সময়ই বলের দখল রেখিছে ব্রাজিল।