এবার করোনাভাইরাস আঘাত হেনেছে মিরপুরের হোম অব ক্রিকেটে। শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন চলে আসছিল এক মাসেরও বেশি সময় ধরে। কিন্তু ক্রিকেটারদের এই ব্যক্তিগত অনুশীলনে অংশ নেওয়া বেশ কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দিয়েছে।
এদের মধ্যে এক ট্রেনার করোনা পরীক্ষায় পজিটিভও হয়েছেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের চলমান ব্যক্তিগত অনুশীলন কয়েকদিনের জন্য বন্ধ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে অনুশীলন শুরুর সময় জানিয়ে দেওয়া হবে।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা তো ক্রিকেটারদের ব্যক্তি উদ্যোগের অনুশীলন। কাজেই আমরা আগেই ঠিক করেছিলাম বিপদজনক কিছু দেখলেই এটা বন্ধ রাখব। কয়েকজনের উপসর্গ দেখা গেছে, তাই আমরা আপাতত ক’দিনের জন্য এই অনুশীলন বন্ধ রাখছি।’
চলতি মাসের শেষ দিকে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে গিয়ে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে ২৪ অক্টোবর থেকে শুরুর কথা টেস্ট সিরিজ।
এর আগে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ক্রিকেটারদের দলগত অনুশীলন। তবে ট্রেনারের করোনা ধরা পড়ার বিষয়টি জাতীয় দলের অনুশীলনে কোনো প্রভাব ফেলবে না।