বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ইংলিশ কোচ টবি র্যাডফোর্ড।
বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের (এইচপি) কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংলিশ কোচ টবি র্যাডফোর্ড। সাবেক কোচ সাইমন হেলমটের স্থলাভিষিক্ত হলেন এই ইংলিশ কোচ। তার সঙ্গে বিসিবি এক বছরের চুক্তি করেছে।
বিসিবির এইচপি দলের দায়িত্ব পেয়ে আনন্দিত র্যাডফোর্ড। নিজের কোচিং অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের তরুণদের মেধা কাজে লাগিয়ে সাফল্য পেতে চান এই ইংলিশ কোচ।
ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ না হলেও কোচিং ক্যারিয়ারে বেশ সুনাম অর্জন করেছেন র্যাডফোর্ড। সাসেক্স ও মিডেলসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ৪৮ বছর বয়সী র্যাডফোর্ড দু’দফা ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিং ও সহকারী কোচ ছিলেন। ইংলিশ কাউন্টি দল গ্ল্যামারগন ও মিডলসেক্সের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন র্যাডফোর্ড।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করেছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হাই পারফরম্যান্স দলের প্রধান হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে র্যাডফোর্ডের।
আসছে সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় এইচপি দলের সঙ্গে যোগ দেবেন র্যাডফোর্ড।
বিসিবি এইচপি দলকে শ্রীলঙ্কা পাঠাতে আগ্রহী যাতে টেস্ট দলকে সাহায্য করতে পারে অনুশীলনে। কেননা করোনা পরিস্থিতিতে লম্বা সময় মাঠের বাইরে রয়েছেন ক্রিকেটাররা। ২০১৮ সালে এইচপি দলের শ্রীলঙ্কা সফরের কথা ছিল। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড প্রস্তাবিত সিরিজের ব্যয় বহন করতে অস্বীকার করার পরে সেটি বাতিল হয়।
এইচপি দল শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের বিপক্ষে নিজেদের ভেতর ম্যাচ খেলার পাশাপাশি শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিপক্ষে দুটি চারদিনের এবং পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বলে আশা করা হচ্ছে।