অবশেষে যুক্তরাষ্ট্রের কালো তালিকা থেকে মুক্তি পেয়েছে চীনা মোবাইল হ্যান্ডসেট শাওমি। বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তোলা শাওমি হ্যান্ডসেটকে কালো তালিকাভুক্ত করেছিলো ট্রাম্প প্রশাসন।
এনগ্যাজেটের খবর বলছে, যুক্তরাষ্ট্রের আদালতে করা এক মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকা থেকে শাওমিকে বাদ দেয়া হয়েছে।
২০২০ সালের নভেম্বরে কমিউনিস্ট চাইনিজ মিলিটারি কোম্পানি হিসেবে শাওমিকে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের সাথে দেশটির নাগরিক ও কোম্পানিগুলোর যেকোনো চুক্তি বা ব্যবসায় নিষিদ্ধ করা হয়।
চলতি বছরের জানুয়ারিতে শাওমি এ বিষয়ে মামলা করে এবং এরই পরিপ্রেক্ষিতে দেশটির ডিস্ট্রিক্ট কোর্ট কালো তালিকা থেকে বাদ দেয়ার প্রাথমিক আদেশ দেয়।
এ বিষয়ে শাওমি কিংবা যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে জানানো হয়েছে। তবে শাওমির এই বিজয়ের ফলে কালো তালিকাভুক্ত হওয়া অন্যান্য কোম্পানিগুলোও একই পদ্ধতি অবলম্বনের পথ খুঁজছে।