ads
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

মেসিকে ধরে রাখতে আলোচনা চালাচ্ছে বার্সা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ১৩ বার পঠিত

ফুটবলের মহাতারকা লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ইচ্ছা প্রকাশের পর নড়েচড়ে বসেছে ক্লাব প্রশাসন।
বাস্তবতার পাশাপাশি শোনা যাচ্ছে নানা গুঞ্জন। বার্সা প্রেসিডেন্ট পদত্যাগ করলে মেসিকে ধরে রাখা যাবে সেই আশায় বার্তেমেউ এর প্রতি আনা হয়েছে অনাস্থাও। একইসঙ্গে মেসিকে কিনতে কমপক্ষে কত টাকা খরচ করতে হবে, আলোচনা চলছে সেই বিষয় নিয়েও।

মেসি তো বার্সা ছাড়তে চাইলেন, কিন্তু চিরচেনা ক্লাবটা মেসিকে ছাড়বে তো? সেটাই এখন ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের খবর, আইনের মারপ্যাচে শেষ পর্যন্ত বাধা পড়লে মেসিকে কিনতে খরচ করতে হবে ৫০০ মিলিয়ন পাউন্ড। যেটা নিঃসন্দেহে হবে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় সাইনিং।

তবে, সব বাধা টপকে মেসি যদি বার্সা ছেড়েই দেন, তবে তার ভবষ্যিত ঠিকানা হওয়ার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। দ্য টাইমসের হিসেব বলছে, মেসিকে নিতে পারলে বছরে তার জন্য গুনতে হবে ৯০ মিলিয়ন পাউন্ড। তবেই বার্সার বেতনের হবে ভারসাম্য।

তাতে অবশ্য ম্যানসিটি আগ্রহ হারায়নি মোটেও; ফ্রি ট্রান্সফারের চেষ্টাই চালাচ্ছে ম্যান সিটি। চুক্তি নিশ্চিত করতে এরই মধ্যে ইংল্যান্ডে পৌঁছে গেছেন মেসির বাবা- শোনা যাচ্ছে এমন কথাও। স্প্যানিশ দৈনিক মার্কার খবর, মেসিকে দেয়া হয়েছে মোট পাঁচ বছর চুক্তির প্রস্তাব। এর মধ্যে প্রথম তিন বছর সিটিজেন জার্সি গায়ে খেলবেন ইপিএলে। শেষ দুই বছর মেসির ঠিকানা একই মালিকানার ক্লাব নিউইয়র্ক সিটি এফসিতে।

দুনিয়ার সেরা ফুটবলারকে নিয়ে যখন এসব গুঞ্জন মেলেছে ডালপালা, তখন মেসিকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার ক্লাব বার্সেলোনা। ক্যাপ্টেন মেসিকে ঘিরেই নতুন করে দল সাজাতে চায় বার্সেলোনা, জানিয়েছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক।

বার্সেলোনার ক্রীড়া পরিচালক রেমন প্ল্যানস বলেন, ‘আমাদের সব পরিকল্পনা মেসিকে ঘিরেই। আমরা চাই সে এখানেই থাকুক। বিশ্বসেরা ফুটবলার হিসেবে তাকে ক্লাব সম্মান করে এবং সেটা মেসি জানে। আমরা তরুণদের নিয়ে দল সাজাতে চাই, দরকার মেসির মতো অভিজ্ঞকেও।’

বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ দফায় দফায় বৈঠক সেরেছেন। যদিও তার ওপর আনা হয়েছে অনাস্থা। আগামী নির্বাচনে বার্তামেউ এর প্রতিপক্ষ জরডি ফার সময় চেয়েছেন এলএমটেনের কাছে।

ক্লাবে থাকবেন কিনা এমন প্রশ্নের এখনো কোনো উত্তর না থাকলেও, প্রাক মৌসুম অনুশীলনে বার্সেলোনা স্কোয়াডের সাথেই থাকবেন লিও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102